প্রকাশিত: ২৭/০৪/২০২০ ১:৫৮ পিএম

গাজীপুরে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে র‌্যাবের ভাষ্য।

নিহত রবিউল ইসলাম রবু (৩২) গাজীপুর শহরের সাতপোয়া এলাকার মানিক মিয়ার ছেলে।

র‌্যাব ১-এর সহকারী পরিচালক এএসপি মো. কামরুজ্জামান বলেন, “রোববার মধ্যরাতে র‌্যাব সদস্যরা টহল দেওয়ার সময় খবর আসে সাতপোয়া এলাকায় কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

“র‌্যাবের টহল দল সেখানে অভিযানে গেলে তারা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পারিয়ে গেলেও রবু গুলিবিদ্ধ হয়। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এক র‌্যাব সদস্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, “র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে। রবুর বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় খুন, মাদক ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে। “

পাঠকের মতামত

ওয়ার্ল্ড ভিশনের জরিপচাকরি বেশি করেন উখিয়ার মেয়েরা

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের হার অন্যান্য উপজেলাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এমন চিত্র ...