ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/১১/২০২৩ ১:২৫ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে ক্যাম্পের এইচ-১ ব্লকে এ ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনার জের ধরে স্বামী -স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামীর দা’য়ের আঘাতে গুরুতর আহত হন স্ত্রী। পরে তার মৃত্যু হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম খুরশিদা বেগম (২৭)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা লিয়াকত আলীর স্ত্রী। লিয়াকত আলী (২৯) একই ক্যাম্পের আবু সৈয়দের ছেলে।

ওসি মো. শামীম হোসেন বলেন, উখিয়া এফডিএমএন ক্যাম্প-৯ এর এইচ-১ ব্লকের লিয়াকত আলী নিজের ঘরে স্ত্রী খুরশিদা বেগমকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা খুরশিদা বেগমকে উদ্ধার করে ক্যাম্পের আইওএম হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। ঘটনার পর থেকে লিয়াকত পলাতক রয়েছে।

পাঠকের মতামত

এমএসএফের প্রতিবেদন৮৪% রোহিঙ্গার আশঙ্কা—মিয়ানমারে ফেরা নিরাপদ নয়

ডক্টরস উইদাউট বর্ডারস/মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ারস (এমএসএফ)-এর নতুন একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, মিয়ানমারে চরম সহিংসতার ...