ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ৬:৩৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় তানভীর শাহরিয়ার (২৮) নামে স্থানীয় এক সংবাদকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তানভীর উখিয়া নিউজ টুডে নামের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক এবং উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।

তানভীরকে গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে—এমন অভিযোগে তানভীরের ‘কারাবন্দি’র ছবি প্রোফাইল পিকচার হিসেবে নিজেদের অ্যাকাউন্টে দিচ্ছেন তার সহকর্মীরা।

প্রতিবাদ জানিয়ে স্থানীয় সাংবাদিক জসিম আজাদ লিখেছেন, ‘তানভীর শাহরিয়ার আটকের খবরে আমি মোটেও বিস্মিত হবো না। বিস্মিত হবো তখনই যখন শুনবো তাকে আওয়ামী দোসর ট্যাগ দিয়ে আটক করা হয়েছে। একমাত্র তানভীর শাহরিয়াই ফলিয়া পাড়ার বুকে বসবাস করে সাবেক এমপি বদির বিভিন্ন অসংগতিতে যৌক্তিক প্রতিবাদ করতো। সেসব কর্মকাণ্ডের জন্য তানভীরের বাড়িতে বদি বেশ কয়েকবার পুলিশ পাঠিয়েছেন। ক্ষমতার পালা বদলে সাথে সাথে আপনারা এসে তাকে দিলেন মিথ্যে মামলা।’

এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়া লিখেছেন, ‘দমন-পীড়নের রাজনীতি শুরু হলো কার ইন্ধনে? তানভীর ভাইয়ের অপরাধ শুধু অনিয়মের বিরুদ্ধে মুখ খোলা! উখিয়ার ওসি কিসের প্রভাবে এ কাজ করছে? কোন মামলায় চালান দিলেন—প্রমাণ আছে? সাধারণ মানুষকে আর কতবার আমলাতন্ত্রের নামে জিম্মি করবেন? রাজনৈতিক নেতরাই জিম্মি করছে!!! আমরা বিশ্বাস করি, আমাদের প্রতিবাদি ভাই বীরের মতো ফিরবে। আবারও আপনাদের অনিয়মের বিরুদ্ধে লিখবে। তানভীর ভাইয়ের মুক্তি চাই!’

তানভীরের গ্রেপ্তার প্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক মুঠোফোনে বলেন, ‘ফেব্রুয়ারিতে দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

কথিত মিথ্যে মামলার বাদী মেহেদী হাসান মোরশেদের একটি ভিডিও বার্তা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তিনি ভিডিওতে দাবি করেছেন, তার ওপরে হামলা ও ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার সময় ৩-৪ জন ব্যক্তি ছিলেন। অথচ মামলায় অর্ধশতাধিকের বেশি আসামি করা হয়েছে।

তানভীর জুলাই গণ-অভ্যুত্থানে সংবাদকর্মী হিসেবে ভূমিকা রেখেছিলেন। আবু সাঈদ নিহতের ঘটনায় ২০১৪ সালের ১৭ জুলাই তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘বিপ্লবীরা বিপ্লবী হই। শোকাহত।’

মাদকের গডফাদার খ্যাত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির অপরাধ-অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে তানভীর পতিত আওয়ামী আমল থেকেই কক্সবাজারে ‘প্রতিবাদী সাংবাদিক’ হিসেবে পরিচিত পান। বদির রোষানলে পড়ে সেসময় তিনি ডজন মামলার আসামি হয়েছেন।

পাঠকের মতামত

এমএসএফের প্রতিবেদন৮৪% রোহিঙ্গার আশঙ্কা—মিয়ানমারে ফেরা নিরাপদ নয়

ডক্টরস উইদাউট বর্ডারস/মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ারস (এমএসএফ)-এর নতুন একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, মিয়ানমারে চরম সহিংসতার ...

দিনে শেখ হাসিনার জন্মদিন পালনের নামে খাবার বিতরণ, রাতে ছাত্রলীগ নেতা আটক

শেখ হাসিনার জন্মদিন পালনের নামে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন ...