প্রকাশিত: ০৯/০৪/২০২২ ৩:০৯ এএম

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর দায়ের কোপে মো. ছৈয়দুর রহমান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্ত্রী সানজিদা বেগমকে (২৩) আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নিহত ছৈয়দুর রহমান টেকনাফের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের হামিদুর রহমানের ছেলে।

১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ছৈয়দুর রহমানের সঙ্গে তার স্ত্রী সানজিদা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। শুক্রবার বিকেলে ছৈয়দুর ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় স্ত্রী সানজিদা বেগম দা দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সানজিদা পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। আহত ছৈয়দুরকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় স্থানীয়রা আটক সানজিদাকে পুলিশে সোপর্দ করেন। পরে ক্লিনিক থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে কী নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল তা এখনো নিশ্চিত নয় পুলিশ। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...

আওয়ামী আমলে পাসপোর্ট জিম্মিচার বছর পর যুক্তরাষ্ট্রে গেলেন সাবেক জামায়াত নেতা শাহ জালাল চৌধুরি

দীর্ঘ চার বছর পর অবশেষে বিদেশ ভ্রমণের সুযোগ পেলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ...