সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১৭/১০/২০২৫ ১:১২ পিএম

কক্সবাজারের রামুতে রেলে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৭ অক্টোবর সকাল ১০ টা ১৫ মিনিটে উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে রেল পথে এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. মনসুর (২৪) রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া ৫নং ওয়ার্ডের ফয়েজ আহমদের ছেলে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান জানিয়েছেন- চট্টগ্রাম অভিমুখি প্রবাল এক্সপ্রেস এর নিচে চাপা পড়ে মো. মনসুর ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। রেলের চাপায় তার দেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। মো. ইউনুস এক ছেলে, এক মেয়ের জনক। কিভাবে দূর্ঘটনা সংগঠিত হয়েছে তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পাঠকের মতামত

ইউনিসেফের সতর্কবার্তা‘সহায়তা না বাড়লে রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে’

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের শিশুদের সহায়তা কার্যক্রম ভয়াবহ অর্থ সংকটে পড়ছে বলে সতর্ক ...