উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৮/২০২৩ ৭:২৫ এএম

কক্সবাজারে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফুল ইসলামকে (২০) আটক করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির চেকপোস্টের সামনে পালকি নামে একটি বাস থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল ইসলাম কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। তিনি রোহিঙ্গা বলে দাবি করছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি রুকনুজ্জামান বলেন, সাইফ হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আশরাফুল ইসলামকে আমাদের পুলিশ ফাঁড়ির চেকপোস্টের সামনে একটি বাস থেকে আটক করা হয়েছে। তার গন্তব্য ছিল টেকনাফে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন। তাকে কক্সবাজার সদর মডেল থানার একটি দলকে হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে তিনি ওই নেতাকে হত্যা করেছেন সেটা জানা যায়নি।

এদিকে সাইফ উদ্দিনকে হত্যার ঘটনায় পুরো জেলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরে হোটেলের সিসিটিভিতে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করে আশরাফুল ইসলামকে পাওয়া যায়, তবে তিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। পরে তাকে আটকের অভিযান শুরু করে পুলিশ।

এদিকে ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো মামলা হয়নি।

উল্লেখ্য, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে সাইফুদ্দিন নামে (৩০) এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ...

কক্সবাজার–৪ আসনে এনডিএমের মনোনয়ন নিলেন সাইফুদ্দিন খালেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–০৪ (উখিয়া–টেকনাফ) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর প্রার্থী হিসেবে ‘সিংহ’ প্রতীক ...

তারেক রহমানের প্রত্যাবর্তনে মনোনয়ন বিরোধ ভুলে একসাথে কক্সবাজারের দুই বিএনপি নেতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে নিজেদের মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব ...