
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ এবং এই উদ্বেগের কথা দেশটিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে রবিবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে মিয়ানমার নিয়ে প্রশ্ন করা হলে আব্দুল মোমেন বলেন, ‘আজকে আমরা তাদের রাষ্ট্রদূতকে তলব করেছিলাম। আমরা আমাদের উদ্বেগের কথা এবং প্রতিবাদ জানিয়েছি।’
মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত হচ্ছে এবং ওই সংঘাতের কারণে আমাদের এখানে বোমা পড়েছে জানিয়ে তিনি বলেন, ‘ওরা বলেছে যে, এগুলো হঠাৎ করে চলে এসেছে। এর পেছনে কোনও খারাপ উদ্দেশ্য নেই। তারা আমাদের উসকানি দিচ্ছে না এবং এটি হঠাৎ করে আমাদের দিকে পড়ে গেছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থান শক্ত করেছি। আমাদের ভয় হলো— অত্যাচারিত লোকগুলো আবারও যদি আমাদের দেশে ঢোকার চেষ্টা করে। আমাদের বর্ডার গার্ড এবং নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দিয়েছি, যাতে কেউ এখানে না আসতে পারে।’
রোহিঙ্গা প্রত্যাবাসনে এই ঘটনা প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আশাবাদী। আমরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যে প্রোগ্রাম হাতে নিয়েছি এবং চেষ্টা করছি, সেটি বাধাগ্রস্ত হবে না
ঘটনাপ্রবাহঃ জাতীয়
যে কোনো সময় মারা যেতে পারেন খালেদা জিয়া : চিকিৎসক
০৯/১০/২০২৩ ১:০৪ পিএমমূলধন খেয়ে ফেলছে ১৫ ব্যাংক
০৯/১০/২০২৩ ৯:১৩ এএমদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
০৫/০৯/২০২২ ১০:৪৯ এএমমারা গেছেন দগ্ধ কলেজের শিক্ষক তাহমিনা
০৫/০৯/২০২২ ১০:৩৭ এএমপাঁচ দেশ থেকে হবে খাদ্য আমদানি
০৪/০৯/২০২২ ৫:১৭ পিএম

পাঠকের মতামত