প্রকাশিত: ২৬/০১/২০১৭ ১১:২৭ এএম
Single Page Top

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
মিয়ানমারে আটক বাংলাদেশী নাগরিক ফিরিয়ে আনতে বুধবার ২৫ জানুয়ারী মিয়ানমারের মংডু টাউনশীপে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক পতাকা সভা অনুষ্টিত হয়েছে। পতাকা সভায় টেকনাফস্থ ২ বিজিবি অধিনায়কের পক্ষে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী পিবিজিএম। তাছাড়া কক্সবাজার জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিউল আলম, কক্সবাজার পুলিশ সুপারের প্রতিনিধি হিসাবে পুলিশ পরিদর্শক শফিউল আজম উপস্থিত ছিলেন। অপরদিকে ৮ সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উ অং ইয়াউ সিন। মিয়ানমারে সাজা ভোগ শেষে ফেরৎ আনা বাংলাদেশী নাগরিক হলেন মহেশখালী উপজেলার দইলারপাড়া মোঃ শরীফের পুত্র মোঃ তারেক প্রকাশ তারা (৪০)।
টেকনাফস্থ ২ বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সাজা ভোগ শেষে ১জন বাংলাদেশী নাগরিক ফেরৎ আনতে ২৫ জানুয়ারী মিয়ানমারের মংডু টাউনশীপের ১নং পয়েন্ট অব এন্ট্রি এন্ড এক্সিট এলাকায় মিয়ানমার সময় সকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপুর্ণভাবে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক পতাকা সভা অনুষ্টিত হয়। পতাকা সভায় ১জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশ প্রতিনিধি দলের নিকট হস্তান্তর করা হয়। বৈঠক শেষে বাংলাদেশী নাগরিক নিয়ে ফিরে এসে দুপুর ১২টায় টেকনাফ সদর বিওপির জেটি ঘাটে প্রেস ব্রিফিং দেয়া হয়। ফিরিয়ে আনা বাংলাদেশী নাগরিককে পরিবারের কাছে হস্তান্তর করতে জিডি করতঃ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ##

পাঠকের মতামত

Single Page Bottom

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:: গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ...

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...
Single Page Footer