প্রকাশিত: ২৬/০৭/২০২০ ৫:০৯ পিএম
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :;

ফাইল ছবি

থাইল্যান্ডের কাছে মালয়েশিয়া উপকূলে ২৪ জন রোহিঙ্গাকে বহন করা একটি নৌকা নিখোঁজ হয়েছে। উপকূলে বেঁচে ফেরা এক রোহিঙ্গার বরাত দিয়ে রোববার মালয়েশিয়ার কোস্টগার্ড তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার উত্তরের রাজ্য কেদাহ ও পেরলিসের কোস্টগার্ড প্রধান মোহাম্মদ জাওয়াউই আব্দুল্লাহ জানিয়েছেন, অবকাশযাপন দ্বীপ লাংকাউই উপকূলে নুর হোসেইন নামে ২৭ বছরের এক রোহিঙ্গা সাতরে আসে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, ‘পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই অবৈধ রোহিঙ্গা শরণার্থী নৌকা থেকে লাফিয়ে পড়েছিল। সেখানে আরও ২৪ জন ছিল। একমাত্র সেই সাতরে নিরাপদে উপকূলে পৌঁছতে পেরেছে।’

ওই রোহিঙ্গার কাছ থেকে তথ্য পাওয়ার পরপর উদ্ধার অভিযান চালানো হয়। তবে কোনো মৃতদেহ কিংবা বেঁচে থাকা মানুষকে পাওয়া যায়নি। ওই নৌকার কী হয়েছে তা স্পষ্ট নয়।

জাওয়াউই জানান, সন্দেহভাজন এলাকায় কোস্টগার্ডের দুটি উড়োজাহাজ ও দুটি নৌকা পাঠানো হয়েছে।

মিয়ানমারের রাখাইন থেকে এখনও অনেক রোহিঙ্গা নিরাপত্তা বাহিনীর নির্যাতন থেকে বাঁচতে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে। মালয়েশিয়া রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি না দিলেও সেদেশে প্রবেশে কিছুটা নমনীয় ছিল। তবে সম্প্রতি করোনা সংক্রমণের আশঙ্কায় মালয়েশিয়া কর্তৃপক্ষ রোহিঙ্গাদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...