প্রকাশিত: ২৫/০৩/২০১৮ ১০:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৯ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের প্রতি ভালোবাসা থাকলে তাদের কল্যাণে কাজ করা যায়, দেশকে এগিয়ে নেয়া যায়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী আরো বলেন, যারা গণহত্যা করেছে এবং তাদের মদদ দিয়েছে জনগণ তাদের ক্ষমা করবে না।

একাত্তরের ২৫ মার্চের কালরাত্রির স্মরণে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মার্চ মাসের ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত পুরো পূর্ব পাকিস্তানের প্রশাসন চলেছে ৩২ নম্বর থেকে বঙ্গবন্ধুর নির্দেশে। দেশ কিভাবে পরিচালিত হবে ৭ই মার্চের ভাষণেই বঙ্গবন্ধু তা পরিস্কারভাবে বলে দিয়েছিলেন। তাই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর পাকিস্তানি ভাবধারায় যারা রাষ্ট্র পরিচালনা করেছিল তারা সাতই মার্চের ভাষণ বাজাতে দেয়নি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছে ইতিহাসে এমন নৃশংসতার নজির নেই। ২৭ মার্চও ঢাকার রাস্তায় লাশ দেখা গেছে। ২৫শে মার্চকে জাতীয় সংসদ গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হলেও বিএনপি জামাত পাকিস্তান প্রীতির’ কারণে দিনটি পালন করে না।

তিনি বলেন, জেনারেল জিয়া ও তার স্ত্রী খালেদা জিয়া গণহত্যার দোসরদের মন্ত্রী এমপি বানিয়ে পুরস্কৃত করেছে। যারা যুদ্ধাপরাধীদের হাতে শহীদের রক্তেভেজা পতাকা তুলে দিয়েছে মন্ত্রী-এমপি বানিয়েছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৫ দফা দাবি আগামী ১১ নভেম্বরের ...

মিয়ানমারে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ করেছে নেপিদো

মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করছে। ডিসেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে পর্যবেক্ষক ...

পাঁচ ব্যাংকের গ্রাহক চলতি মাসেই তুলতে পারবেন আমানতের অর্থ

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ...