প্রকাশিত: ০৬/১১/২০২০ ৯:২৫ এএম

মরিশাসে ৫২ বাংলাদেশিকে বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে চার প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মরিশাসের বাংলাদেশ হাইকমিশনের লেবার ওয়েলফেয়ার কাউন্সিলর ওহিদুল ইসলাম।

গুরুতর আহত প্রবাসী পোর্ট লুইসের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

এ ঘটনায় নিহতরা হলেন- আব্দুর রাজ্জাক, সঞ্জয় দাস, রকিব মোল্লা এবং ফারুক ইসলাম।

ওহিদুল জানান, বাস দুর্ঘটনায় আরও আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। বেশ কয়েকজন বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসব বাংলাদেশির ওই বাসে করে কর্মস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের একটি স্থাপনার সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ওহিদুল।

ওহিদুল বলেন, ‘হাইকমিশন পরবর্তী বিশেষ কার্গো ফ্লাইটে মরদেহগুলো দেশে পাঠানোর চেষ্টা করছে। তবে, মরিশাস থেকে বর্তমানে নিয়মিত কার্গো ফ্লাইট স্থগিত আছে। স্থানীয় পুলিশ এ ঘটনার তদন্ত করছে।’

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহতরা মরিশাসের একটি প্রতিষ্ঠানের অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

পাঠকের মতামত

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...