প্রকাশিত: ৩০/০৪/২০১৮ ৮:৪৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
সংসদীয় স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদল গতকাল রবিবার পরিদর্শন করেছে কাতার থেকে আসা জাহাজ ‘এক্সিলেন্স’। কক্সবাজারের মহেশখালীতে নির্মাণাধীন ৫০০ এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন এ জাহাজটিতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ চলছে।

আইএসপিআর জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি নৌবাহিনীর জাহাজ ‘আবু বকর’যোগে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছে। তারা ভাসমান এলএনজি টার্মিনাল পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক।

সংশ্লিষ্টরা জানান, বেলজিয়ামের পতাকাবাহী সর্ববৃহৎ জাহাজ ‘এক্সিলেন্স’ গত ২৪ এপ্রিল মাতারবাড়ী এলএনজি টার্মিনাল থেকে তিন কিলোমিটার দূরে নোঙর করে। কাতার থেকে পেট্রোবাংলার আমদানি করা এলএনজির প্রথম চালান নিয়ে এ জাহাজ পৌঁছেছে। এলএনজি টার্মিনাল থেকে ৯১ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে সারা দেশে গ্যাস সরবরাহ করা হবে।

ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের ফলে বৃহত্তর চট্টগ্রামসহ সমগ্র দেশে গ্যাস তথা অপরিহার্য জ্বালানিভিত্তিক বিনিয়োগ ও শিল্প-কারখানা স্থাপন, উৎপাদন ও কর্মসংস্থানের পথ সুগম হবে এবং বহুমুখী অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে যাবে।

পাঠকের মতামত

মানবপাচার মামলার চার্জশীট থেকে বাদ যেতে মরিয়া টেকনাফের সাব্বির আহমদ সবুয়া

টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়ার আলোচিত ইয়াবা ডন ও মানবপাচারকারী সাব্বির আহমদ প্রকাশ সবুয়া ...

কারাগার থেকে বের হয়ে আবারো রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ ও ইয়াবা নিয়ন্ত্রণে নবী হোসেন গ্রুপ

রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত নবী হোসেন কারাগার থেকে বের হয়ে ফের বেপরোয়া হয়ে উঠেছে। তার বাহিনীর ...

শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...