ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৮/২০২৫ ১০:৪৬ এএম

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অভ্যুত্থানের মুখে পালিয়ে যান আওয়ামী লীগের আরও অনেক মন্ত্রী-এমপিও। তাদের অনেকেই নিজের সঙ্গে নিয়ে যেতে পারেননি পরিবার-পরিজন কাউকে।

সেরকমই কয়েকজনকে নিয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। ভারতে আশ্রয় নেওয়ার পর তারা কী করছেন, কীভাবে জীবন-যাপন করছেন সেগুলো তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারের সাবেক এক এমপি সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, কলকাতায় আওয়ামী লীগের আরেক এমপিকে সঙ্গে নিয়ে একটি ফ্লাটে থাকছেন তিনি। ওই ফ্লাটে রান্না ও পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য লোক আছে। তবে, প্রায়ই কাজের লোকেরা ফাঁকি দেয়। তাই প্রায় সময়ই তাকে নিজের রান্না নিজেকেই করে খেতে হচ্ছে। এজন্য বাংলাদেশে থাকা স্ত্রীর কাছ থেকে সাহায্য নিচ্ছেন বলেও জানান তিনি।

এছাড়া সকালে ফজর নামাজ পড়ার পর জিমে যাওয়াসহ অন্যান্য কিছু কাজকর্ম করেন সাবেক এই এমপি।

তিনি বলেন, ভোরের আলো ফোটার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে অ্যাপার্টমেন্টে ফজর নামাজ পড়ি। যেখানে আমি আরেক এমপির সঙ্গে একসাথে থাকি। আমরা দুজনই পরে পাড়ার জিমে যাই। আমি ওজন কমানোর ব্যায়াম করি। আর তিনি পেলেট ক্লাস করেন।

সাবেক এই এমপি বলেন, আমি রান্নায় অভ্যস্ত নই। আমার সাথের জনও রান্না পারেন না। যেদিন আমাদের বাধ্য হয়ে রান্না করতে হয়, সেদিন ভিডিও কলে আমার স্ত্রী আমাকে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি এখনও ঢাকায় আছেন।

এরপর মজা করে তিনি বলেন, বিষয়টি আমার জন্য নতুন। যখন আমি বাংলাদেশে যাব, কে জানে, হয়তো রান্নাটাকেই ক্যারিয়ার হিসেবে নেব।

পাঠকের মতামত

কারাগার থেকে বের হয়ে আবারো রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ ও ইয়াবা নিয়ন্ত্রণে নবী হোসেন গ্রুপ

রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত নবী হোসেন কারাগার থেকে বের হয়ে ফের বেপরোয়া হয়ে উঠেছে। তার বাহিনীর ...

শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...