
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০ হাজারের উপরে মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে।ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৩২ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৮৮ হাজার ৪৩৭ জন। চিকিৎসাধীন ১ লাখ ৩৯ হাজার ৬৬৯ জনের অবস্থা স্থিতিশীল। আর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন ৭ হাজার ৩৭৮ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ২০। এ পর্যন্ত মারা গেছে ১ জন। শুক্রবার (২০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আক্রান্তদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
পাঠকের মতামত