প্রকাশিত: ১৯/০৮/২০১৬ ৭:৩৮ এএম

খালেদ হোসেন টাপু,রামু

কক্সবাজার বাঁকখালী নদীর মোহনায় বোট উল্টে মোঃ ফারুক (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।বুধবার ১৭ আগষ্ট সন্ধ্যায় বোট নিয়ে সাগর থেকে ফেরার পথে বাঁকখালী মহনায় এ দূর্ঘটনা ঘটে। সে রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নে পানিরছড়া গোলাম আলীর জুম হরিতলা এলাকার মৃত নওশের আলীর ছেলে।

নিহতের স্ত্রী হামিদা আকতার জানান, সাগর থেকে মাছ ধরে ফেরার পথে বাঁকখালীর মোহনায় প্রাকৃতিক দুর্যোগের কারণে হঠাৎ বোট উল্টে তার স্বামী মারা যান। এদিকে রশিদ নগরের ইউপি চেয়ারম্যান শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে বৃহস্পতিবার নিহত জেরে ফারুকের নামাজের জানাযা নিজ এলাকায় সম্পন্ন হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ...

রোহিঙ্গাদের জন্য ১১.২ মিলিয়ন ডলারের এলপিজি সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

রোহিঙ্গা শরণার্থীদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ১১.২ মিলিয়ন ডলার তহবিলের যৌথ ঘোষণা দিয়েছে ...