প্রকাশিত: ২৮/১০/২০১৬ ৯:০৭ পিএম

সোয়েব সাঈদ, রামু
ramu-pic-naoka-bais-1-28-10-16
কক্সবাজারের রামুতে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (২৮ অক্টোবর) তিন দিন ব্যাপী খেলার প্রথম দিনে বাঁকখালী নদীর দু’তীর জুড়ে দেখা মেলে হাজার হাজার দর্শকের সরব উপস্থিতি।

বেলা আড়াইটায় রামু তেমুহনী স্টেশনের পূর্বপাশে ও অফিসেরচর এলাকায় বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহি এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল তাঁর বক্তব্যে বলেন, নৌকা বাইচ সব শ্রেণি পেশার মানুষের প্রাণের খেলা। এ খেলাকে ঘিরে মানুষ প্রতিবছর অন্যরকম আনন্দে মেতে উঠে। সাহিত্য, সংস্কৃতি, লোকজ ঐতিহ্যে ভরপুর পর্যটন শহর রামু উপজেলার গ্রামীণ লোকজ ঐতিহ্য নৌকা বাইচ। শত বছর আগে রামুর বাঁকখালী নদীতে রাখাইনরা নৌকা বাইচ খেলা শুরু করেন। কালক্রমে এ খেলা আমাদের ক্রীড়া-সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। তিনি এ প্রতিযোগিতা আয়োজন অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাজাহান আলি, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, রামু থানার ওসি (তদন্ত) কবির হোসেন, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, ব্যবসায়ি নুরুল হক কোম্পানী, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বকর।

কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির সদস্য ওমর ফারুক মাসুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির মহাসচিব আবুল বশর মেম্বার, কো-চেয়ারম্যান মাস্টার নুরুল আমিন, ক্রীড়া সম্পাদক হাজ্বী মহি উদ্দিন, হাসান আজিজ, আসাদ উল্লাহ, সাইফুল ইসলাম (সাবেক এমইউপি), ইউপি সদস্য জাফর আলম, এসএম মোর্শেদ আলম, লিটন বড়–য়া, মুন্সী আবদুর রহিম,

উদ্বোধনী দিনে খেলা চলাকালে বৃষ্টির কারনে কিছুটা বিঘিœত হয়ে পড়ে। সেই সাথে দূর্ভোগের শিকার হতে হয় খেলা দেখতে আসা হাজার হাজার দর্শককে। এতে মাঝখানেই খেলা স্থগিত করেন আয়োজকরা।

উল্লেখ্য এবারের প্রতিযোগিতায় কক্সবাজার সদর ও রামু উপজেলার ২৬ টি নৌ দল অংশ নিচ্ছে। প্রতিবারের মতো ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সৌজন্যে বাকঁখালী নদীতে ঐতিহ্যবাহী রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামী ২ নভেম্বর (বুধবার) প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

চট্টগ্রামে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

চট্টগ্রামে এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের সাথে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ ...

উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চালু

কক্সবাজারের উখিয়ায় শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...