প্রকাশিত: ০৬/০৬/২০১৮ ৮:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৮ এএম

ডেস্ক রিপোর্ট ::
শহরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইউনুস মিজি নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার ভোররাতে শহরের পুরানবাজারে পূর্ব শ্রীরামদী বালুর মাঠ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ইউনুস একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি রামদা ও গুলি এবং শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়েছে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ওয়ালী উল্লাহ বলেন, মাদকের একটি বড় চালান নিয়ে কতিপয় ব্যক্তি পূর্ব শ্রীরামদী বালুর মাঠে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশের টহলদল সেখানে যায়। এ সময় পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। এই ঘটনায় আহত অবস্থায় একজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসি আরো বলেন, পরে আমরা নিশ্চিত হয়েছি নিহত ব্যক্তি শহরের পুরানবাজারের শীর্ষ মাদক ব্যবসায়ী ইউনুস মিজি (৪০)। তাঁর বাড়ি পুরানবাজারের মধ্য শ্রীরামদী এলাকায়। বাবা মৃত আব্দুল মজিদ মিজি। তিনি বলেন, ‘ইউনুস মিজির বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। পূর্ব শ্রীরামদী বালুর মাঠের ঘটনার পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, চলমান মাদকবিরোধী অভিযানে এই নিয়ে কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন।

পাঠকের মতামত

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চকরিয়ায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক ...

দেশে প্রথমবারের মতো কক্সবাজার রেল স্টেশনে বসলো স্ক্যানার

দেশে প্রথমবারের মতো স্ক্যানার বসানো হলো কক্সবাজার রেল স্টেশনে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের স্ক্যানার ...

কক্সবাজারের ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল শিশু আতাউল্লাহ

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আতাউল্লাহ ...

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...