প্রকাশিত: ০৮/১০/২০১৬ ৭:০০ এএম

নিজস্ব প্রতিবেদক::

পর্যটন শহর কক্সবাজারের যানজট নিত্যদিনের ঘটনা। দেশের ভেতর ও বাইরের পর্র্যটকসহ কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি শহরকে যানজটমুক্ত করা। এরই লক্ষে যানজট কমাতে শহরের কস’ুরাঘাট থেকে উত্তর রুমালিয়াছড়ার ব্রিকফিল্ড রোড পর্যন্ত নির্মিত হচ্ছে বিকল্প সড়ক। ৭ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে বাঁকখালী নদীর কূলঘেঁষে নির্মিত হবে এ সড়কটি। আগামী বছরের ফেরু্রয়ারি মাসের শেষের দিকে শুরু হবে ৩.৩১২ কিলোমিটার সড়কটির নির্মাণ কাজ।
কক্সবাজার পৌরসভা সূত্রে জানা গেছে, ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় বাঁকখালীর বেড়িবাঁধের ওপর সড়কটি নির্মাণ করা হবে। ৫ মিটার প্রসে’র সড়কটির একদিকে ৮৩৬ মিটার ও অন্যদিকে ২৪৭৮ মিটার নির্মিত হবে। এর মধ্যে ৮৩৬ মিটার নির্মিত হবে উত্তর রুমালিয়াছড়ার ব্রিকফিল্ড রোড়ের দীন কুঞ্জ হাউজের সামনে থেকে শুরু হয়ে খুরুশ্‌কুল ব্রিজ পর্যন্ত। ওই আরসিসি সড়কটি কুঞ্জভবন থেকে বায়তুর রিদুয়ান মসজিদের সামনে দিয়ে বাঁকখালী নদীর পাশ দিয়ে যাবে। সেখানে একটি ১১৫ মিটার নালাও নির্মাণ করা হবে। এছাড়া বাঁকখালী নদীর ভাঙন থেকে রাস্তাটি রক্ষা করতে খুরুশ্‌কুল ব্রিজের পূর্বপাশে আল্লাহওয়ালা হ্যাচারির বিপরীত পাশে ১৩৮ মিটার প্রোটেকটিভ ওয়াল নির্মিত হবে। তাছাড়া মাঝিরঘাটস’ সাবেক মেয়র সরওয়ারের বাসভবনের সামনে থেকে বাঁকখালি নদীর বেড়িবাঁধ হয়ে কস’ুরাঘাট এসে শেষ হবে। এ সড়কের সাথে পেশকার পাড়া হয়ে টেকপাড়া জনতা সড়কের ব্রিজ পর্যন্ত আরসিসি ঢালাই দেওয়া হবে। পাশাপাশি পেশকার পাড়ার যেখানে বর্তমানে স্লুইস গেট রয়েছে সেখানে নির্মিত হবে টু-ইভেন্ট বক্স কালভার্ট। পেশকার পাড়া সংযোগ সড়কটির সাথে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে যুক্ত করা হবে পোনা মার্কেট হয়ে সিনেমা হল রোড।
সূত্রটি আরো জানায়, প্রকল্পটি পরিদর্শন করতে ১৫ অক্টোবর ইউজিআইআইপি-৩ এর একটি প্রতিনিধি দল কক্সবাজার আসবে। এরপর দরপত্র আহবান করা হবে। দরপত্র আহবান, টেন্ডার ওপেন, ওয়ার্ক অর্ডার তৈরিসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করার পর রাস্তাটির নির্মাণ কাজ শুরু হবে।
কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে পৌরবাসীর দুর্ভোগ লাঘব হবে। যানজট নিয়ন্ত্রণে আসবে। এছাড়া রাস্তাটি শহর রক্ষাবাঁধের কাজও করবে। পাশাপাশি এটি হবে পর্যটকদের আকর্ষণের অন্যতম সড়ক। কারণ তার পাশ ঘেঁষেই থাকবে নয়নাভিরাম বাঁকখালী নদী।

পাঠকের মতামত

উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চালু

কক্সবাজারের উখিয়ায় শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...