প্রকাশিত: ০২/০৭/২০২২ ৬:২৮ পিএম

পদ্মা সেতুতে এক ভয়বহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরসহ মোট ২৫ জনকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়েছে।

শনিবার (২ জুলাই) দুপুর তিনটার দিকে সেতুর জাজিরা টোল প্লাজার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল হক। তার বাড়ি কিশোরগঞ্জ বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহের একটি যাত্রীবাহী বাস জাজিরা টোল প্লাাজায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের ওপর তুলে দেয়। ওই মাইক্রোবাসটি সিরাজগঞ্জ থেকে ১২ জন যাত্রী নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছিল। এ সময় একজন যাত্রী নিহত হন। আহত হন বাস ও মাইক্রোবাসের অন্তত ২৫ জন যাত্রী। তাদের ঢাকায় নেওয়া হয়েছে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সড়ক দুর্ঘটনার বেশ কিছু ভিডিও দেখা গেছে। ভিডিও গুলোতো কালো রঙের একটি হাইয়েচকে ক্রেন ‍দিয়ে উদ্ধার ও একটি মরদেহ স্থানীয়দের সহযোগিতায় পুলিশের হেফাজতে নিতে দেখা গেছে।
পদ্মা সেতুর দক্ষিণ থানায় দুর্ঘটনা কবলিত গাড়িগুলো রাখা আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পাঠকের মতামত

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৫ দফা দাবি আগামী ১১ নভেম্বরের ...

মিয়ানমারে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ করেছে নেপিদো

মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করছে। ডিসেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে পর্যবেক্ষক ...

পাঁচ ব্যাংকের গ্রাহক চলতি মাসেই তুলতে পারবেন আমানতের অর্থ

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ...