প্রকাশিত: ১১/০৮/২০১৬ ৮:০৩ এএম

pic-10-8-16---press [Max Width 320 Max Height 240]শামীম ইকবাল চৌধুরী.নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম ঐক্যবদ্ধ প্রেসক্লাবের সাংবাদিকদের কর্মকান্ডে অভিভূত হয়ে বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের মাঝে বিভেদ থাকা বাঞ্চনীয় নয়। কেননা একজন কলম সৈনিক রাষ্ট্রের নীতি নির্ধারক সহ সকলের দৃষ্টি আকর্ষন করতে পারে তাদের লিখনি শক্তি দিয়ে। তিনি আরো বলেন, এবার সময় এসেছে

এলাকার উন্নয়নের জন্যে কাজ করার। প্রেস ক্লাবের উন্নয়নের জন্যে চেষ্টার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকরা দ্বিধাবিভক্ত ছিল। সামান্য ভূল বুঝাবুঝির কারনে এতোদিন পরস্পর দূরে থাকলেও  আজ সবাইকে ঐক্যবদ্ধ দেখে এলাকার মানুষ অভিভূত।  তিনি বুধবার ১০ আগষ্ট সদর ইউনিয়ন পরিষদস্থ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নব নির্বাচিত কর্মকর্তাদের সাথে মিলিত হন। এর আগে সন্ধ্যা ৬টায় উপজেলা নির্বাহী অফিসার প্রেস ক্লাব কার্যালয়ে এলে নব নির্বাচিত প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো.আবুল বাশার নয়ন তাঁকে স্বাগত জানান।

প্রেসক্লাব প্রতিষ্ঠাতা অধ্যাপক মো: শফি উল্লাহ তাঁর বক্তব্যে বলেন- বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে সর্বত্র কাজ করছে। সাংবাদিকদেরও যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন খালেদ, উপদেষ্টা তসলিম ইকবাল চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি নুরুল হুদা, শিক্ষক মো: ইদ্রিস, সাংবাদিক ইঞ্জিনিয়ার মো: হেলাল উদ্দিন, দৈনিক সকালের কক্সবাজার প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক বাঁকখালী প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহামুদুল হক বাহাদুর, দৈনিক রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ তৈয়ব উল্লাহ, দৈনিক সৈকত প্রতিনিধি জয়নাল আবেদীন টুক্কু, দৈনিক ইনানী প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ, দৈনিক সমুদ্রবার্তা প্রতিনিধি এম আবু শাহমা। প্রেসক্লাব পরিদর্শণে উপজেলা নির্বাহী অফিসার ঐক্যবদ্ধ প্রেসক্লাবের সাংবাদিকদের অভিনন্দন জানান।

জবাবে সাংবাদিক নেতারা উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের ও দশের স্বার্থে তারা কাজ করে যাচ্ছে। আর সাদাকে সাদা ও কালোকে কালো বলার অভ্যস চর্চা  করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন এ সময় তারা।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...