প্রকাশিত: ০১/০১/২০১৮ ১১:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৯ এএম

*অাশু বড়ুয়া*

নতুন অাশা প্রাণে জাগেই
অানে নতুন খবর,
সুখ দুঃখ পেরিয়ে এলো
অারেক নয়া বছর।

সবাই চায় ভালো কাটুক
নতুন দিন গুলি,
যতো অাছে দুস্বপ্ন
আমরা যাই ভুলি।

খানাপিনাই অাড্ডা হবে
আরও কত কিছু,
সবার সাথে করবো ভাগ
ভাবো না উচু নিচু।

থাকবেই না হিংসা বিভেদ
থাকবেই না রেশ,
চারদিকেই অানন্দ হবে
জমে ওঠবে বেশ।

হিংসা বিভেদ ভুলে গিয়েই
প্রাণের দড়ি গড়ি,
খারাপ কর্ম ছেড়ে দিয়েই
নামাজ দোয়া পড়ি।

ভালো কর্মে কাটবে বছর
শোভন হবে অাঠারো,
চিরবিদায় দিলাম তুরে
দাগি বছর সতেরো।

পাঠকের মতামত

ভুল হোক ফুল

আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র।যত সময় যাচ্ছে, ততই যেন আমরা নতুন বিষয় ...

উখিয়া-টেকনাফের রূপকার, উন্নয়নের নায়ক আমার দেখা শাহাজাহান চৌধুরী

উখিয়া-টেকনাফের অবিসংবাদিত নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি বিপ্লবী ও সাহসী বীরযোদ্ধা কক্সবাজার জেলা বিএনপির মান্যবর সভাপতি, ...