প্রকাশিত: ১১/০৪/২০২২ ২:৩৭ পিএম

কারেন রাজ্যের বিদ্রোহীদের ঘাঁটিতে রোববার বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবহিনী।

থাইল্যান্ড সীমান্তের কাছে লাই কাই কউ শহরের নিয়ন্ত্রণ নিতে আদিবাসী বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে মিয়ানমারের সেনাবাহিনীর। খবর আরব নিউজের।

বিদ্রোহীদের মুখপাত্র গণমাধ্যমকে জানান, গত বছরের ডিসেম্বরে সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে লাই কাই কউ শহরের কয়েক হাজার বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
কারেন ন্যাশনাল ইউনিয়ন নামে সশস্ত্র সংগঠনটি বহুদিন ধরেই থাইল্যান্ড সীমান্তের ২০ কিলোমিটার দূরে শক্তিশালী ঘাঁটি গেড়েছে।

রোববার বিদ্রোহীদের হামলায় ৪৫ জন সেনা নিহত হয়েছেন বলে স্থানীয় একটি টিভি চ্যানেলের খবরে দাবি করা হয়। অন্যদিকে সেনাবাহিনীর হামলায় দুজন বিদ্রোহী নিহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...