হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ৭:৩৬ পিএম

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী এবং কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারি আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উখিয়া স্টেশনে গণসংযোগ করেছেন। রবিবার (১৩ জুলাই) বিকাল পাঁচটার দিকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। গণসংযোগে মাওলানা নুর আহমদ আনোয়ারির সঙ্গে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, উপজেলা জামায়াতের ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শাখার দায়িত্বশীল ও নেতৃবৃন্দ। উখিয়া স্টেশন এলাকার দোকানপাটে গিয়ে তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট ও সামাজিক ন্যায়ের প্রশ্নে মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের জনগণ আজ অস্থিরতা, অবিচার ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রয়োজন ন্যায়ের সমাজ, ইনসাফভিত্তিক রাষ্ট্র। জামায়াতে ইসলামী সেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আমরা কোন ব্যক্তি নয়, আদর্শের পক্ষে ভোট চাই।

তিনি আরও বলেন, উখিয়া-টেকনাফ একটি সীমান্তবর্তী অঞ্চল। এই অঞ্চলের মানুষ বছরের পর বছর মাদক, মানবপাচার, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়ছে। অথচ সংসদীয় প্রতিনিধিরা এই এলাকা ও জনগণের প্রকৃত সমস্যা নিয়ে কখনোই কার্যকর ভূমিকা রাখেননি। আমি আপনাদের সঙ্গে নিয়ে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছি।
গণসংযোগকালে মাওলানা নুর আহমদ আনোয়ারি আগামী ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে উপস্থিত থাকার জন্য স্থানীয়দের আমন্ত্রণ জানান। তিনি বলেন, এই সমাবেশ হবে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের পক্ষে জনগণের ঐক্য প্রদর্শনের প্ল্যাটফর্ম। এটি শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি একটি পরিবর্তনের ডাক।
এদিকে উখিয়ার বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীরা জামায়াত প্রার্থীর এই সরাসরি সংযোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। অনেকেই তাকে এলাকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা জানান এবং নির্বাচিত হলে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে উখিয়া-টেকনাফ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা নুর আহমদ আনোয়ারির সরব ও ধারাবাহিক মাঠ উপস্থিতি এলাকায় একটি ভিন্ন রাজনৈতিক বার্তা ছড়াচ্ছে। তার শান্তিপূর্ণ ও সরাসরি জনসংযোগে জনগণের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেছেন অনেক সচেতন নাগরিক। উল্লেখ্য, কক্সবাজার জেলা জামায়াতের আমির হিসেবে দীর্ঘদিন ধরে মাওলানা নুর আহমদ আনোয়ারি সৎ চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি ইসলামী মূল্যবোধ ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে সক্রিয় রাজনীতির জন্য পরিচিত।

পাঠকের মতামত

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যার ...

সন্ধ্যা নামলেই কক্সবাজার-খুরুশকুল সেতুতে সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতু। নির্মাণশৈলীর কারণে উদ্বোধনের পর থেকেই ...