প্রকাশিত: ২৩/০১/২০১৮ ৯:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪০ এএম

নিজস্ব সংবাদদাতা:::

টেকনাফে আসছেন আমীরে হেফাজতও বায়তুল মুকাদ্দাসের খতিব। তাদের আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুুতি।

জানা যায় সাবরাং দারুল উলূম বড় মাদরাসা ও এতিম খানার বার্ষিক সভায় অংশ গ্রহণ করতে আসছেন বলে জানা যায়। আগামী ২৬,২৭ জানুয়ারী ২দিন ব্যাপী ৪৫ তম বাষিক সভা অনুষ্ঠিত হবে ।

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমির ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)’র চেয়ারম্যান এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহা-পরিচাক, আল্লামা শাহ্ আহমাদ শফি সাহেব দাঃ বঃ ও মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদে আল আকসা (বায়তুল মুকাদ্দাস), ফিলিস্তিন এর ইমাম ও খতিব শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী উপস্থিত থাকবেন বলে জানা যায়। আল্লামা জুনাইদ আল হাবিব, মুফতী আজিজুল হক আল মাদানী, আল ফালাহ সেন্টার ইউকে’র চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ খান , লন্ডন’র শেখ ছালেহ আহমদ হামিদী,ঢাকার মাওলানা ইসমাইল খাঁন সিরাজী. মাওঃ মুজিবুর রহমান যুক্তিবাদী, চট্রগ্রামের মাওঃ মাহমুদুল হাছান ফতেহপূরীসহ দেশের বিখ্যাত ওলামায়ে কেরামগণ ও উপস্থিত থাকবেন

সরেজমিনে গিয়ে দেখা যায় আমীরে হেফাজত ও বায়তুল মুকাদ্দাসের খতিবের আগমনকে ঘিরে পুরো টেকনাফ উপজেলা জুড়ে প্রায় সপ্তাহ খানিক যাবৎ আনন্দমুখর পরিবেশ চলছে ব্যাপক প্রস্তুুতি। মাদরাসার ছাত্র-শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যগন খুব ব্যস্থ সময় পার করছেন। মাদরাসার সিনিয়ির শিক্ষক মাওঃ আবুল কাসেম’র সাথে আলাপকালে তিনি বলেন: মাদরাসার সভায় আগত মুসলীদের যেন কোন ভোগান্তি না হয় তার জন্য কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছে ইনশা আল্লাহ। অপর দিকে এলাকার মানুষ জান-প্রান দিয়ে বার্ষিক সভা বাস্তবায়নের কাজে ব্যস্থ। সভায় আগত অতিথিদের স্বাগত জানানোর লক্ষে চলছে নানান আয়োজন, ইতোমধ্যে এলাকা বাসীর উদ্দ্যোগে মাদরাসা সংলগ্ন প্রধান সড়কে তোরন নির্মান করা হয়েছে, এছাড়া টেকনাফ পৌর এলাকা সহ কয়েক স্থানে তোরন নির্মান করা হবে বলে ও একটি সুত্র জানায়।

স্থানীয় বাসিন্দা মাওঃ আমান উল্লাহ বলেন: আমাদের এলাকার মাদরাসা আর আমাদের এলাকায় আসছে আমীরে হেফাজত ও বায়তুল মুকাদ্দাসের খতিব উভয়টা আমাদের জন্য গৌরবের বিষয়, এতদিন সভায় স্থানীয়,দেশীয় বক্তা, ওলামা মশায়েখ গণ নসিহত পেশ করতেন। কিন্তু এবারই প্রথম দেশের গন্ডিপেরিয়ে বিদেশী মেহমানকে দাওয়াত করা হয়েছে, আলহামদুলিল্লাহ এলাকার সবাই খুশি। আমার খুব ভাল লাগছে। অনেকে অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন: আমাদের কাছে এত আনন্দ লাগছে যে বলে বুঝাতে পারবো না, পুরো ঈদের মত মনে হচ্ছে, ঈদের সময় আমার কাছে এত আনন্দ লাগে না।

উক্ত সভাকে ঘিরে পুরো উপজেলা জুড়ে চলছে নানান জল্পনা-কল্পনা। এইদিন অত্র উপজেলার সকল মাদরাসা ছুটি থাকতে পারে এবং বিভিন্ন এলাকা থেকে গাড়ী নিয়ে তৌহিদী জনতা আসবে বলে জানা যায়। মাদরাসার মুহতামিম মাওঃ মূফতী নূর আহমদ জানান প্রতিবছরের ন্যায় এবছর ও মাদরাসার ২দিন ব্যাপী বার্ষিক সভার আয়োজন করা হয়েছে। এতে বায়তুল মুকাদ্দাসের খতিব ও আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি সাহেব দাঃ বঃ সহ দেশের বিখ্যাত ওলামা-মশায়েখগণকে গুরুত্বের সাথে দাওয়াত করা হয়েছে, ইনশাআল্লাহু তা’য়ালা সকল আমন্ত্রিত ওলামাগণ সভায় উপস্থিত থাকবেন। তিনি দ্বীনি মাহফিলের সফলতায় সকলের উপস্থিতি সহ সার্বিক সহযোগিতা ও কামনা করেছেন।

পাঠকের মতামত

অনিশ্চয়তার মুখে ৪ লাখেরও বেশি রোহিঙ্গা শিশুর শিক্ষাজীবন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আর্থিক সংকটে প্রায় ৬ হাজার ৪০০ এনজিও-পরিচালিত অনানুষ্ঠানিক স্কুলে ক্লাস নেওয়া বন্ধ ...

৮ বছরে পা হারিয়েছে ৪৪, নিহত ৫বিপদ জেনেও মাইন পুতে রাখা জায়গায় যাচ্ছে সীমান্তের লোকজন

ওমর ফারুক হিরু :: মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে প্রায়ই ঘটছে মাইন বিস্ফোরনের ঘটনা। ...

রামুতে ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের রামুতে চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার ...