প্রকাশিত: ০৬/০৮/২০১৬ ৯:৩১ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ৩ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আমির হোসেনের ছেলে ছৈয়দ আলম (৩৫), একই এলাকার আব্দুল মাজেদের ছেলে মোঃ আলমগীর (৩৮) ও আব্দুর রহমানের ছেলে মোঃ জামাল (৪০)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মজিদ জানান, শনিবার ভোর রাতে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সাবরাং কাটাবনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

তবে দীর্ঘদিন ধরে এরা অবৈধ সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে থানায় মানব পাচারের মামলা রয়েছে। তবে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয় এবং সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...