প্রকাশিত: ১৬/১২/২০১৭ ৭:৫১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩৪ এএম

বার্তা পরিবেশক ::

টেকনাফে এই সর্ব প্রথম আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৷  ৯ জানুয়ারী-২০১৮  মঙ্গলবার টেকনাফ পৌর ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বলে  জানা যায় ৷
১১ ডিসেম্বর সোমবার বিকাল ৩টায় টেকনাফ উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দীনের সভাপতিত্বে সাংবাদিক মাওঃ সাইফুল ইসলাম সাইফীর পরিচালনায়  হাফেজ ইসমাইল গফ্ফারীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে  এক প্রস্তুুতি সভা আনুষ্টিত হয় ৷ এতে বক্তব্য রাখেন উত্তর লম্বরী মাদরাসার পরিচালক মাওঃ আবদুল হক, হীলা ষ্টেষন মসজিদের খতিব মাওঃ ক্বারী ফরিদুল আলম,  নয়াপাড়া ফারুকিয়া মাদরাসার পরিচালক মাওঃ মাহবূবুর রহমান,প্যানেল মেয়র- ১ মাওঃ মুজিবুর রহমান, সাংবাদিক মুহাম্মদ জুবাইর ৷
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেদা ইবনে আব্বাস মাদরাসার ছদর মাওঃ আবুল কালাম আজাদ,  মিঠাপানির ছড়া মাদরাসার নাজেমে তালিমাত মাওঃ আবুল কাসেম, গোদার বিল মাদরাসা আনাস বিন মালেকের পরিচালক মাওঃ শফিউল্লতুাহলাতলী মদিনাতুল উলুমের মাওঃ মো: শফি (সূফি) শাহপরীর দ্বীপ দারুশ শরীয়াহ মাদরাসার নির্বাহী পরিচালক মাওঃ ফিরূজ আহমদ,শাহপরীর দ্বীপ বড় মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি মোঃ ইউনুছ, সাবরাং দারুল উলুমের মুহািস মাওঃ ইসহাক, তৌহিদীয়া মাদরাসার পরিচালক মাওঃ আবদুল্লাহ, টেকনাফ বড় মাদরাসার শিক্ষকও উপজেলা মসজিদের খতিব মাওঃ মোঃ ইলিয়াছ,  হাফেজ মাওঃ ছৈয়দুল ইসলাম মেম্বার, হাফেজ মোক্তার হোসাইন,মাওঃ রেজাউল হাসান, মাও মোঃ তৈয়ব, মাওঃ রাহামতুল্লাহ, মাওঃ আশরাফ আলী, মাওঃ ইয়াছিন, মাওঃ হাবিব উল্লাহ , মাওঃ  ফেরদাউস প্রমুখ উপস্থিত ছিলেন৷
সভায় বক্তারা বলেন পবিত্র কোরআন তেলাওয়াত ও শ্রবনের  অনেক ফজিলত রয়েছে ৷ বিশুদ্ধ কোরআন
তেলাওয়াতের প্রতি গুরাত্বারুপ ও উৎসাহ যোগাতে টেকনাফ উপজেলা ওলামা পরিষদ এই আন্তর্জাতিক ক্বেরাত মাহফিলের আয়োজন করতে যাচ্ছে ৷ দল মত নির্বিশেষে এই মাহফিল বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান৷
মাহফিল বাস্তবায়নে ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে৷
সবার পরামর্শে ব্যাপক কর্মসুচী হাতে নিয়ে লেদার ইবনে আব্বাস মাদরাসার ছদর মাওঃ আবুল কালাম আজাদের মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়৷

পাঠকের মতামত

নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...