প্রকাশিত: ০৮/০৬/২০১৭ ২:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫১ পিএম

নিউজ ডেস্ক::
মধ্যরাতের টেলিভিশন টকশো বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য খোরশেদারা হক।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে তিনি এ আহ্বান জানান।

খোরশেদারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তা-ঘাট ঠিক করে দেশটাকে সুন্দর করে সাজাইছে। আর টেলিভিশনের টকশোতে প্রতিদিন প্রধানমন্ত্রীর নিন্দা করা হয়। এরা নতুন, এদেরকে আগে দেখা যায়নি। এরা খালেদা জিয়ার নিয়োগ দেয়া লোক। এই টকশো-ফকশো বন্ধ করুন।

খুরশেদ আরা তার বক্তব্যের প্রথমেই ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদে কোনো মন্ত্রী নেই। আমার বক্তব্য শুনার কেউ নেই।

বাজেটের সমালোচনা করে তিনি বলেন, গরিব মানুষ ব্যাংকে টাকা সঞ্চয় করে। এই টাকা থেকে কেটে নিলে গরিবের ক্ষতি হবে। অর্থমন্ত্রীর এ বিশাল বাজেট গরিবের কোনো উপকারে আসবে না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনি আর প্রধানমন্ত্রীর সমালোচনা করবেন না। এসময় তিনি খালেদা জিয়ার মাথার চুলকে পাখির বাসা বলেও উল্লেখ করেন।

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...