প্রকাশিত: ২৫/১১/২০১৬ ৭:২৭ পিএম

chakaria-coxs-pic-25-11-16নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের চকরিয় পৌরসভার ১নং ওয়ার্ডের ঘনশ্যাম বাজার বটতলী এলাকায় গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এক দূর্ধষছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর গুলিতে ফুলকলি মিষ্টি বিতানের ম্যানেজার সামশু উদ্দিন (৩৮) গুরুতর আহত হয়েছে। ঘটনার পাশ্ববর্তী এলাকা থেকে ২৫ নভেম্বর শুক্রবার সকালে গুলিবিদ্ধ মমতাজ মিয়া (৪৪) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী ও থানা  পুলিশ সুত্রে জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডের আবদুল বারী পাড়ার মৃত আবদুর রশিদের পুত্র ফুলকলি মিষ্টি বিতানের ম্যানেজার সামশু উদ্দিন (৩৮) মিষ্টি বিতান ফুলকলির মালিক  আহমদ সওদাগরের পুত্র আলা উদ্দিন ও ভাগিনা জুয়েলকে সাথে নিয়ে রাত সাড়ে ১০ টার দিকে ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে নগদ ৫ লাখ টাকা নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে  অপর এক মোটর সাইকেল নিয়ে মুখোশ পরিহিত ৩ সশস্ত্র ছিনতাইকারী বটতলী এলাকায় তাদেরকে গতিরোধ করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এসময় ছিনতাইকারীদেরকে বাঁধা দিলে তাদের গুলিতে ম্যানেজার সামশু উদ্দিন গুরুতর আহত হয়। আহত ম্যানেজার সামশু উদ্দিনকে ওই রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলের পাশ্ববর্তী এলাকা থেকে পুলিশ গুলিবিদ্ধ নিহত মমতাজ মিয়া (৪৪) কে উদ্ধার করে। নিহত মমতাজ মিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত আবদু শুক্কুরের পুত্র বলে জানা গেছে।  এলাকাবাসীর ধারণা নিহত মমতাজ মিয়া ওই রাতে কি কারণে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তার সঠিক কোন তথ্য পুলিশ এখনো বের করতে পারেনি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। মমতাজ মিয়ার মিয়ার লাশ পুিলশ কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...