নিহতরা একই পরিবারের, যাচ্ছিলেন কক্সবাজার ভ্রমণে
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সবাই নারী এবং একই পরিবারের সদস্যরা। ...

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে ইয়াবাসহ শফিকুল আলম ( ২৫) নামক এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি ঘুমধুম বিওপির জোয়ানরা। ধৃত ব্যক্তি মিয়ানমারের মংডু থানা সদরের মৃত নুর বশরের পুত্র বলে জানা গেছে। ১৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় জলপাইতলী করিডোর এলাকা থেকে ঘুমধুম বিজিবির নায়েব সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে একদল জোয়ান অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ কালে ৯৭৬ পিছ ইয়াবা বড়িসহ তাকে আটক করতে সক্ষম হয়।এসময় ধৃত ব্যক্তির কাছ থেকে রবি সীমসহ ১টি মোবাইল সেট. নগদ ১৬৪০ টাকাও উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে নাইক্ষ্যংছড়ি থানায় প্রেরণ করেছে বলে জানা গেছে।
পাঠকের মতামত