প্রকাশিত: ০৩/০৭/২০১৭ ৮:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৫ পিএম

স্টাফ রির্পোটার, উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কোর্টবাজার কাঁচা বাজার উচ্ছেদ আতংক বিরাজ করছে ব্যবসায়ীদের মাঝে। যেকোন সময় উচ্ছেদ হতে পারে এমন আশংকায় পুরো ষ্টেশন জুড়ে টানটান উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ বাজারটি উচ্ছেদ করা হলে প্রায় ২ শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন সহ লক্ষ লক্ষ টাকা আর্থিক ক্ষতিগ্রস্থ হবে।

স্থানীয় নাগরিকদের সাথে কথা বলে জানা যায়, প্রায় ১৪/১৫ বছর ধরে কোটবাজার স্টেশনের দক্ষিণ পার্শ্বে কাঁচা বাজারটি পরিচালিত হয়ে আসছে। আনুমানিক শতাধিক দোকানে প্রতিদিন কাঁচা তরিতরকারী ক্রয় বিক্রি করে ক্ষুদ্র ব্যবসায়ীরা জিবিকা নির্বাহ করছে। অনেক ব্যবসায়ীরা জানান, সরকারী ইজারাদার কে সরকারী নিয়ম মোতাবেক টোল আদায় করে বৈধ ভাবে কাঁচা তরিতরকারী ক্রয় বিক্রি করে আসছে।

কোটবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মো: হারুন-অর রশিদ অভিযোগ করে বলেন, ক্ষমতাধর ব্যক্তিরা কাঁচা বাজারের জায়গাটি গ্রাস করার জন্য প্রশাসনকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে উচ্ছেদের পায়তারা করে আসছে। দোকান ঘর ভাংচুর ও উচ্ছেদ পায়তারার প্রতিকার চেয়ে তরকারী বাজারের ৩২ জন ব্যবসায়ী বাদী হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ ৮ জনকে বিবাদী করে কক্সবাজার যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করা হয়। যার নং- অপর ২১৭/২০১৭ইং তারিখ।

ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল সালাম, আবুল কালাম ও আবুল কাশেম অসহায় অবস্থায় বলেন, রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে কোন রকম তরিতরকারী ক্রয় বিক্রি করে পরিবার পরিজন নিয়ে দু’মুঠো ভাত খেয়ে বেঁচে আছি। আমাদেরকে উচ্ছেদ করা হলে নাখেয়ে পরিবার জন নিয়ে মানবেতন জীবনযাপন করতে এবং উপুস থাকতে হবে।

তরকারী ব্যবসায়ী নুরুল ইসলাম ও কাদের হোসেন জানান, আজ কাল কোটবাজার কাঁচা তরকারী বাজার উচ্ছেদ করা হবে মর্মে শুনা যাচ্ছে। এমনকি আমাদেরকে মালামাল নিয়ে চলে যাওয়ার জন্য হাকাবঁকা ও হুমকি দেওয়া হচ্ছে। মালামাল না সরালে দোকান লুটপাট করা হবে। এ খবর সর্বত্র ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সহ উচ্ছেদ আতংক এবং নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের মতে কাঁচা বাজারটি জোরপূর্বক উচ্ছেদ করা হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবকিছু হারিয়ে পথে বসার উপক্রম হবে। সচেতন নাগরিক সমাজের অভিমত আদালতে বিচারধীন থাকা অবস্থায় উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রেখে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করা প্রয়োজন।

এদিকে উচ্ছেদ ও ভাংচুর থেকে পরিত্রাণ পেতে কোটবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লি: এর পক্ষে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিষয়টি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। যার স্মারক নং- অ:জে:প্র:রা:১৫৯/২০১৭ইং।

অপরদিকে বর্ষার মৌসুমে কাঁচা তরকারী মার্কেট উচ্ছেদ পাঁয়তারা বন্ধ রাখার দাবীতে ক্ষুদ্র ব্যবসায়ীরা মানববন্ধন ও স্মারক লিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশিকে ৩৪ বিজিবির আর্থিক সহায়তা

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার সীমান্তের বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে আহতদের সহায়তা প্রদান করছেন ৩৪ বিজিবি শুক্রবার (১৮ ...