হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ৯:২৭ এএম

উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিন ওরফে কামাল মেম্বার হত্যা মামলার এক মাস পার হলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার (২৩ জুলাই) বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ছেপটখালী সিকদার মার্কেটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিক শাহজাহান, আব্দুল মোনাফ, আবু তাহের চৌধুরী, মোজাম্মেল হক, মৌলানা মোহাম্মদ করিম, মঞ্জুর আলম, রফিকুল হুদা, জামায়াত নেতা রিদুয়ান হক জিশান, মোস্তাক আহমদ, মৌলানা মোহাম্মদ ইসলাম ও নিহত কামাল মেম্বারের ছোট ভাই সাহাব উদ্দিন।
বক্তারা বলেন, প্রকাশ্যে নির্মমভাবে একজন ইউপি সদস্যকে হত্যার পর এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো মূল আসামিদের ধরতে পারেনি। এতে প্রমাণ হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—যদি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার না করা হয়, তাহলে এলাকাবাসী উখিয়া থানা ঘেরাওসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, কামাল মেম্বারের জানাজায় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত হয়ে খুনিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এলাকাবাসীর প্রশ্ন—তাহলে এই আশ্বাস কি ছিল শুধু রাজনৈতিক বক্তব্য?
এদিকে নিহত কামাল মেম্বারের পরিবার জানান, তাঁরা প্রতিনিয়ত ভয়ে দিন কাটাচ্ছেন। মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন নিহতের ছোট ভাই সাহাব উদ্দিন।
প্রসঙ্গত, গত মাসে সন্ত্রাসীরা হত্যা করে কামাল মেম্বারকে। এলাকায় ব্যাপক জনসম্পৃক্ত ও জনপ্রিয় ছিলেন তিনি।
উল্লেখ্য, হত্যাকাণ্ডের পরপরই একটি হত্যা মামলা দায়ের করা হয় উখিয়া থানায়। তবে মামলাটি দৃশ্যত ধীরে চলছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

পাঠকের মতামত

এনজিও সংস্থা সিএনআরএসের ১০ লাখ বাঁশের চারা বিতরণ প্রকল্পে অনিয়ম

কক্সবাজারে জলবায়ু পরিবর্তনে সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) নামের একটি ...

কক্সবাজার হোটেল মিশুকে জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল

কক্সবাজারের হোটেল মিশুকে এক জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল ধরিয়ে হয়রানি করার ...

‘ রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর ‘যুদ্ধাপরাধ’ করছে ‘ – ফোর্টিফাই রাইটস

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ...