ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৪/২০২৩ ৮:৩৫ এএম

নুরুল আবছার বিন মতিউর রহমান কাউমী অঙ্গনের একজন মেধাবী ছাত্র। সে কাউমী মাদরাসা সর্বোচ্চ শিক্ষা বোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া’ বোর্ড থেকে দাওরায়ে হাদিস তথা কামীল (মাস্টার্স) পরীক্ষায় সারা বাংলাদেশে ৬ষ্ঠ স্থান লাভ করেছে। একই সময় চট্টগ্রাম বিভাগ ও হাটহাজারী মাদ্রাসায় প্রথম স্থান লাভ করেছে। রমজানের আগে অনুষ্ঠিত এ পরীক্ষায় এক লাখ ৭১ হাজার পরীক্ষার্থীর মধ্যে মেধার স্বাক্ষর রেখে আবছার ৬ষ্ঠ স্থান লাভ করে।

আবছার হাটহাজারী বড় মাদরাসায় দাওরায়ে হাদিসের ক্লাশ করেছে এবং সেখান থেকে দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ১০০০ নং এর পরীক্ষায় সে ৯২৯ নং পেয়ে ৬ষ্ঠ স্থান লাভ করে। ১০টি বিষয়ের সবটিতেই আবছার উত্তর দিয়েছে আরবিতে।
নরুল আবছার আলিম ক্লাশ থেকে মেধার স্বাক্ষর রেখে আসছে। এর আগে কাউমী মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে কক্সবাজারের খুরুস্কুল ওয়াদূদিয়া তালিমুদ্দিন মাসদরাসা থেকে নুরুল আবছার কাউমী মাদরাসা শিক্ষাবোর্ড ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস’ এর ফাইনাল পরীক্ষায় কামেলাইন বা ফাজিল ক্লাশে সমগ্র বাংলাদেশে তৃতীয় স্থান অধিকার করেছিল। ওই পরীক্ষায় সে ৬০০ নাম্বারের ৫৯০ নাম্বার পেয়ে সমগ্র বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেছিল। তারও আগে জামাতে ছাহারুমে বা আলিম ক্লাশেও একই মাদ্রাসা থেকে সে সর্বোচ্চ নম্বর পেয়ে গোটা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছিল।
এই মেধাবী নুরুল আবছার এর পিতা মতিউর রহমান। কক্সবাজার জেলার রামু খুনিয়া পালং দারিয়ার দীঘির কালুর দোকানে তাদের বাড়ি। মা-বাবার পরিবারে নুরুল আবছার ৫ম সন্তান। পরিবারে তার বড় ৪বোন ও তার ছোট এক ভাই রয়েছে।

সে এই ফলাফলের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তার মা-বাবা ও শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়েছে।
মেধাবী নুরুল আবছার মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইলমে তাফসির, ইলমে হাদিস ও আরবী ভাষার উপর উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...