প্রকাশিত: ১৪/০৭/২০১৭ ৭:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের রামুতে আটক হওয়া ভূয়া গোয়েন্দা কর্মকর্তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালত বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মো. আনোয়ার পাশা (২৮) নামের এই প্রতারককে গত ৫ জুলাই কক্সবাজারের রামুর বিমুক্ত বিদর্শন ভাবনা কেন্দ্র (১০০ ফুট বৌদ্ধ কেন্দ্র) থেকে আটক করা হয়েছিল।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, প্রতারকের বিরুদ্ধে দায়ের করা মামলা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লিয়াকত আলী জানান, আটক হওয়া প্রতারক আনোয়ার পাশা ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাইথর ইউনিয়নের শহীদ নগর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের নাজিম উদ্দিনের ছেলে। আনোয়ার পাশা স্বস্ত্রীক কক্সবাজারে এসে ভিআইপি সেজে প্রতারণা শুরু করেন।

এমনকি আটক হওয়া আনোয়ার পাশা কক্সবাজারে এসে নিজেকে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টিলিজেন্স (ডিজিএফআই) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর উর্ধতন কর্মকর্তার পরিচয় দেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থীদের পক্ষে অত্যন্ত পজেটিভ প্রতিবেদন দেওয়াসহ আরো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলে টাকা হাতানোর প্রচেষ্টাও শুরু করেন।

গোপন সূত্রে এরকম সংবাদ পেয়ে এনএসআই’র একটি বিশেষ দল তার পিছু নেয় এবং তাকে রামুতে বেৌদ্ধ বিহারে আটক করা হয়। আটক প্রতারক আনোয়ার পাশাকে রামু থানায় সোপর্দ্দ করে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনের ২টি পৃথক মামলা রুজু করা হয়। মামলা দুটির একটিতে বৃহস্পতিবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালাত।

পাঠকের মতামত

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...