আশ্বাসেই সীমাবদ্ধ রোহিঙ্গা প্রত্যাবাসন
গত ১৪ মার্চ জাতিসংঘ মহাসচিব কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসনের ঘোষণা ...
পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় উপজেলার মগনামা নৌ চ্যানেল জেটিঘাট এলাকা থেকে পলিথিন মোড়ানো পানিতে ভাসমান এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। আজ স্থানীয় লোকজন মৃতদেহটি উদ্ধার করে।
পরে ওই নবজাতকের মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম জানান, সাগর থেকে মগনামা নৌ চ্যানেলের জেটিঘাটের দিকে একটি পলিথিন ভেসে আসছে দেখে স্থানীয় লোকজন পলিথিনটি উদ্ধার করে কূলে নিয়ে আসে। পরে পলিথিন খুললে সেখানে একটি নবজাতকের মৃতদেহ দেখতে পায়।
তিনি আরো বলেন, সাগরে ভেসে আসা নবজাতকের মৃতদেহ পাওয়ার সংবাদ পুলিশকে জানালে পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায়।
পেকুয়া থানার এসআই সুমন সরকার বলেন, মগনামা জেটিঘাট থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু এর কোন পরিচয় নেই, তাই নবজাতকের মৃতদেহটি দাফন করা হয়েছে।
পাঠকের মতামত