
টেকনাফ বাহারছড়া ইউনিয়নের এলজিইডি সড়ক প্রায় অবিভাবকহীন হয়ে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। বাহারছড়া বড় ডেইল বড় মাদ্রাসা থেকে পিনিস ভাঙ্গা পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তায় দীর্ঘ দুই বছর যাবত পাকা রাস্তা বা পিচ সলিং হয়নি বলে স্থানীয়রা জানান। দীর্ঘ দুই বছর আগে বাহারছড়া এলজিইডি সড়কটি পিচ সলিং করার জন্য প্রথমে ইটের কংকর সলিং করলেও রহস্যজনক কারণে দুই বছর পেরিয়ে গেলেও বড় ডেইল বড় মাদ্রাসা থেকে পিনিস ভাঙ্গা পর্যন্ত এখনো কালো পাকা বা পিচ সলিং হয়নি। অন্যদিকে কালো পাকা বা পিচ সলিং না হওয়াতে সড়কের এই অংশে দেখা দিয়েছে বড় বড় গর্ত, যা প্রতিদিন স্থানীরা চলাচল করতে ব্যাপক কষ্ট পাচ্ছে।
জানাযায় বাহারছড়ার এই অংশের সড়কটি কালো পাকা বা পিচ সলিং না হওয়াতে এখানে তেমন কোন যানবাহন চলাচল করেনা। ফলে এই জনপদের মানুষদের যোগাযোগের জন্য সীমানহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাহারছড়ার এলজিইডি সড়কের অন্য অংশে যেখানে কালো পাকা পিচ হইয়েছে সেখানেও বিভিন্ন অংশে ভাঙ্গনে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কিন্তু এই গর্তগুলো ভরাট করে রাস্তা মেরামতের জন্য কোন উদ্যোগ দেখতে পাচ্ছেনা বলে স্থানীয়রা অভিযোগ করেন। স্থানীয় বাসিন্দারা আরো অভিযোগ করেন রাস্তার মধ্যে সৃষ্টি হওয়া বড় বড় গর্তগুলো সংস্কার না করলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের সড়ক দূর্ঘটনা।
এ বিষয়ে কক্সবাজার জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন খানের কাছে জানতে চাইলে তিনি জানান আমাদের কিছু গুরুত্বপূর্ণ মেটেরিয়াল ঘাটতি পড়ার কারণে আমরা বাহারছড়ার এলজিইডি সড়কের এই অংশে কাজ করতে পারিনি। এখন আমাদের সব মেটেরিয়াল রেডি আছে, আবহাওয়ার অবস্থা বুঝে আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। অন্যদিকে কালো পাকা সলিং করা সড়কের বিভিন্ন অংশে যে গর্তের সৃষ্টি হয়েছে সে গুলোও আমরা খুব তাড়াতাড়ি মেরামত করব।
পাঠকের মতামত