প্রকাশিত: ১৬/০৬/২০১৭ ২:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কোস্টগার্ড; এ ঘটনায় স্থানীয় জেলেরা সাগরে ভাসতে থাকা জাহাজের তের জন নাবিককে উদ্ধার করেছে ।

শুক্রবার ভোর রাতে কুতুবদিয়া লাইট হাউজ থেকে ৯ নটিক্যাল মাইল দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে বলে জানান কোস্টগার্ড কুতুবদিয়া ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মো. সাইফুল আবছার। জাহাজটিতে ১৩ নাবিক ছাড়া আর কোন নাবিক না থাকার কথা উদ্ধার হওয়ারা প্রাথমিকভাবে জানিয়েছে বলে জানান তিনি। তবে জাহাজটি মালবাহী ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি কোস্টগার্ডের এ কর্মকর্তা।

সাইফুল বলেন, শুক্রবার ভোর রাতে স্থানীয় জেলেদের কাছ থেকে কুতুবদিয়া উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লাইটার জাহাজ ডুবির খবর শুনতে পাই। এসময় সাগরে ভাসতে থাকা জাহাজটির ১৩ জন নাবিককে উদ্ধার করার কথাও স্থানীয় জেলেরা জানিয়েছে।

তিনি বলেন, “জাহাজটি পুরোপুরি ডুবে গেছে। জাহাজটি মালবাহী ছিল কিনা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া জাহাজটিতে ১৩ জন ছাড়া আর কোন নাবিক না থাকার কথা প্রাথমিকভাবে উদ্ধার হওয়ারা জানিয়েছে।”

উদ্ধার হওয়া নাবিকদের বেলা ১২টার দিকে কুতুবদিয়া কোস্টগার্ড ষ্টেশনের নিয়ে আসা হয়েছে বলে জানান সাইফুল আবছার।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...