প্রকাশিত: ২৯/১২/২০১৯ ৮:৫৯ এএম

নাস্তা খেতে তছলিমা জান্নাতের (৭) হাতে ৮০০ টাকা দিয়ে পালিয়ে গেছেন তার বাবা মো. ছলিম। শিশুটি রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে যায়।

থানায় নিয়ে আসার পর বাবা ও মায়ের নাম বলতে পারলেও পরিবারের ঠিকানা দিতে পারছেন না জান্নাত। তবে জানিয়েছে, তার মা মারা গেছেন।

গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের কোরক বিদ্যাপীঠ এলাকা থেকে শিশুকে উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকেলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান শিশুটির ছবিসহ নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিলে ঘটনাটি সামনে আসে।

ওসি হাবিবুর রহমান জানান, মেয়েটি বাবা-মার নাম ছাড়া আর কিছু বলতে পারছে না। থানা হেফাজত থাকা অবস্থায় তার পরিবার বা আত্মীয়-স্বজনের খোঁজ করা হয়। না পেয়ে নিয়ম অনুযায়ী তাকে কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূণর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

ওসি জানান, তারা ধারণা করছেন, জান্নাতের মা মারা যাওয়ায় তার বাবা ছলিম আরেকটি বিয়ে করেছেন। সৎ মা জান্নাতকে গ্রহণ না করতে পারায় তাকে রাস্তায় ফেলে গেছেন ছলিম।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, জান্নাতের আত্মীয়-স্বজন যাতে তার বিষয়টি জানতে পারে এবং তাকে বাড়ি নিয়ে যায় সেজন্য ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়েছে। কেউ থানায় এসে যোগাযোগ করলে ও প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি নিশ্চিত করলে তাদের আইনগত সহায়তা দেওয়া হবে।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...