ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৩/২০২৫ ১:০৮ পিএম

কক্সবাজার উখিয়া পালংখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিক। তিনি পেশায় একজন শ্রমিক। সাত বছর আগে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার রাসেলের চায়ের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। দোকান মালিক রাসেল তার বেতন বকেয়া রাখেন। বকেয়া বেতনের জন্য মালিকের কাছে বারবার গেলেও টাকা না দিয়ে বিভিন্ন অজুহাত দেখান। টাকা না দেওয়ায় তার মনে ক্ষোভ জন্ম নেয়।

সেই ক্ষোভ মেটাতে মাইক ভাড়া করে পুরো শহরে মাইকিং করে গালমন্দ ও টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন মোহাম্মদ শফিক। এ ঘটনায় শহরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

শফিক জানান, ৭ বছর আগে শহরের ঝাউলা এলাকার রাসেলের দোকানে চাকরি করেন। চাকরির বেতন বাবত ৮৪ হাজার টাকা পাবে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, যতক্ষণ টাকা ফেরত না দেবে ততক্ষণ এই মাইকিং করবে বলে তিনি ঘোষণা দেন। পরে তিনি রাসেলের ঘরের সামনে গিয়েও মাইকিং করতে দেখা যায়। এলাকার কয়েকজন শফিককে টাকা পাইয়ে দেওয়ার আশ্বস্ত করে মাইকিং না করার অনুরোধ করেন।

ঝাউলা এলাকা বাসিন্দা মুক্তার বলেন, শ্রমিকের টাকা না দিয়ে ততদিন কষ্ট দেওয়া অন্যায় হয়েছে। তবে মাইকিং করে টাকা চাওয়াটা ঠিক হয়নি।

রাসেলের স্বজন পরিচয় দেওয়া উজ্জ্বল নামে এক ব্যক্তি বলেন, রাসেল এই এলাকার সম্মানী ব্যক্তি। তবে এভাবেই মাইকিং করে টাকা চাওয়াটা ঠিক হয়নি।

পাঠকের মতামত

মিয়ানমারে পাচারকালে বিপুল খাদ্যসামগ্রী জব্দ, আটক ১০

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১০ পাচারকারীকে আটক ...

কক্সবাজারে বিয়ের অনুষ্ঠানে কথা-কাটাকাটি, বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে বাগবিতণ্ডার পরে ছুরিকাঘাতে ইমদাদ হোসেন (৪৭) নামের এক বিএনপির নেতাকে হত্যার ...