ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১২/২০২৩ ৯:৩৩ এএম

কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা এলাকা থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১ টায় র‌্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, পেকুয়া রাজাখালীর মোঃ আনছারুল ইসলাম। রাজাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আরেকজন হলেন, পেকুয়া বারবাকিয়ার আমিনুর রশিদ। তিনি পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

র‌্যাবের সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী বলেন, সোমবার (২৫ ডিসেম্বর) রাতে পেকুয়া দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকায় চকরিয়া-পেকুয়াগামী পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এ সময় আটককৃতদের দেহ তল্লাশি করে ২টি দেশিয় তৈরি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...