প্রকাশিত: ২৪/০৬/২০২০ ১:১৪ পিএম
ফাইল ছবি

করোনার রেড জোন কক্সবাজার জেলায় টানা দেড়মাস ধরে আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীষে ছিল সদর উপজেলা। কিন্তু সবাইকে অবাক করে মঙ্গলবার মাত্র ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত দুমাসের মধ্যে সবচেয়ে কম। গত তিনদিন ধরে সদরে আক্রান্তের পরিসংখ্যান হচ্ছে যথাক্রমে-৭১, ৫১ ও ১৯ ।

হঠাৎ  করোনার নিম্নগতিতে সদর সহ পৌরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি নেমে এসেছে। তবে আতঙ্কের খবর আড়াইমাস ধরে করোনা মুক্ত থাকা কুতুবদিয়ায় একদিনে ধরা পড়েছে ১৫ জন। আর আস্তে আস্তে করোনার হটস্পটে পরিণত হওয়া টেকনাফে একদিনে শনাক্ত হয়েছে ২০ জন এবং উখিয়ায় ১৮ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট ৭৩০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৩৫ জন, এদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা। আজ মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জেলায় নতুন করে ৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা কমেছে।’

নতুন শনাক্ত হওয়া করোনা আক্রান্তরা ৭০ জনই কক্সবাজারের বাসিন্দা। এদের মধ্যে সদর উপজেলার ৩, রামুর ২ জন, উখিয়ার ১৮ জন, টেকনাফের ২০ জন, চকরিয়ার ৫ জন, মহেশখালীর ৭ এবং কুতুবদিয়ার ১৫ জন বাসিন্দা।

আক্রান্ত মোট ২ হাজার ১৯৭ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৯৮৮ জন, রামুর ১৮৫ জন, উখিয়ার ২৬০ জন, টেকনাফের ১৯৫ জন, চকরিয়ার ৩০৭ জন, পেকুয়ার ৯২ জন, মহেশখালীর ৮৯ জন ও কুতুবদিয়ার ৩৫ জন বাসিন্দা।প্রসঙ্গত, কক্সবাজারে এখন পর্যন্ত ১৫ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

পাঠকের মতামত

ভোটার তালিকায় রোহিঙ্গা নিয়ে বেকায়দায় নির্বাচন কমিশন

মিয়ানমারে অত্যাচার-নির্যাতন ও উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার ও নোয়াখালীর কয়েকটি ক্যাম্পে ...

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: প্রেস সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ...

চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...