ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১২/২০২৩ ৯:৪০ এএম

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার হয়েছে। গত বৃহস্পতির রাত সাড়ে ১০টায় সৈকতের হুদা কবিতা চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার র‌্যাব–১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সৈকতের হুদা কবিতা চত্বর পয়েন্টের ঝাউবাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি ডাকাত দল। বিষয়টি জানতে পেরে ওই স্থানে র‌্যাবের একটি অভিযানিক দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানো চেষ্টা করে। এ সময় ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। আটকরা হল শহরের পশ্চিম লারপাড়া এলাকার মৃত আবু শামার ছেলে জামশেদ প্রকাশ পুতুয়্যা ওরফে রিয়াজ (২৩), পূর্ব লারপাড়া এলাকার নাছির উদ্দিনের ছেলে কামরুল হাসান বাবু (২৪), রামু উমখালী এলাকার শ্যামল ধরের ছেলে টিপু ধর (২৮), লারপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২), বইল্যা পাড়া এলাকার মো. শামছুল আলমের ছেলে মো. বাবু (১৮), পেশকার পাড়া এলাকার বিশ্বনাথ ঘোষের ছেলে পোবন ঘোষ (২১) ও বইল্যা পাড়া এলাকার নির্মল বড়ুয়ার ছেলে ছোটন বড়ুয়া (২২)। তাদের কাছ থেকে ১টি কিরিচ, ৩টি বিভিন্ন ধরনের ছুরি, দুটি কালো টর্চলাইট, ছয়টি মোবাইল এবং নীল রংয়ের প্রায় ১৫ ফুট নাইলন রশি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটি অস্ত্রসহ সমবেত হয়ে হুদা কবিতা মঞ্চ এবং নির্জন এলাকায় পর্যটকদের কাছ থেকে টাকা–পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতি করে থাকে বলে স্বীকার করে। দলটি দেশি–বিদেশি পর্যটক এবং স্থানীয় জনসাধারণকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের মত নানাবিধ অপরাধের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় তারা একাধিকবার গ্রেপ্তারও হয়েছিল।

পাঠকের মতামত

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...