মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ১৫/০৪/২০২৩ ৩:৪০ পিএম

কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান প্যানেল মেয়র-১ মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৫ এপ্রিল শনিবার সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় কক্সবাজার পৌরসভা নির্বাচনে মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবুকে এ মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মনোনয়ন বোর্ড একইসাথে দেশের ৫ টি সিটি কর্পোরেশন, ৩ টি উপজেলা পরিষদ, ৫ টি পৌরসভা এবং ৬ টি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করেছেন।

কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হওয়া মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবু কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটানা তিন বার নির্বাচিত কাউন্সিলর এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সভাপতি। মোঃ মাহবুবুর রহমান চৌধুরী কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সাতকানিয়া নিবাসী, বর্তমানে কক্সবাজার শহরের চউল বাজার এলাকায় বসবাসরত সাবেক ব্যাংকার আবদুল মাবুদ চৌধুরীর সন্তান।

প্রসঙ্গত, কক্সবাজার পৌরসভা নির্বাচনে আগামী ১৫ মে মনোনয়নপত্র দাখিল, ১৮ মে মনোনয়নপত্র বাছাই, ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১২ জুন সোমবার ভোট গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালু করল আইওএম

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ জরুরি প্রসূতি ও নবজাতক সেবা ...

রোহিঙ্গা সংকট সমাধানে মাঠপর্যায়ে বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক নেতা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার সকালটা ছিল অন্য দিনের চেয়ে ভিন্ন। শরণার্থী শিবিরে প্রতিদিন যেমন ...

রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা জোরদারের আহ্বান, ক্যাম্প পরিদর্শনে বিদেশি নেতারা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বিভিন্ন সংস্থা ও দেশি-বিদেশি রাজনৈতিক দলের নেতারা। মঙ্গলবার (২৬ ...