প্রকাশিত: ১৮/০৪/২০২০ ৯:৪৯ এএম

কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছড়া (ব্রীকফিল্ড) রোডে এনজিও মুক্তির অফিসে শুক্রবার ভোর রাতে ঢাকা থেকে ৪ জন লোক এসে অবস্থান করছে। এলাকাবাসির নজরে আসায় এদের মধ্যে তিন জন গা ঢাকা দিয়েছেন। অপর ব্যক্তি বর্তমানে মুক্তির অফিসে অবস্থান করছেন। জানা গেছে, এই চার ব্যক্তি সরকার ঘোষিত লকডাউন অমান্য করে শুক্রবার ভোররাত সাড়ে তিনটার সময় একটি মাইক্রোবাসে করে কক্সবাজার পৌঁছান। বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে তিনজন সটকে পড়েন। অপর ব্যক্তি কোনো কথা বলতে রাজী নন। জেলা কমিউনিটি পুলিশের প্রচার সম্পাদক শাহেদ মোহাম্মদ এমরান জানান,ঘটনাটি জেলা প্রশাসনের গোচরে আনা হয়েছে।

তিনি আরো জানান,প্রশাসনের নির্দেশে স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন শনিবার লাল পতাকা টাংগিয়ে রুমালিয়ার ছড়ার মুক্তির অফিস লকডাউন করে দেবে।

সুত্র:সমুদ্রকন্ঠ

পাঠকের মতামত

উখিয়া নিউজ  পরিবারের শোক এনজিও ব্যক্তিত্ব ও SHED-এর নির্বাহী পরিচালক মোঃ উমরার ইন্তেকাল

এনজিও ব্যক্তিত্ব ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (SHED) এর নির্বাহী পরিচালক মোঃ উমরা ...

উখিয়া ও টেকনাফ উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া-টেকনাফ অঞ্চলের রুকন সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার ...