ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০১/২০২৪ ৯:৪৩ এএম
ফাইল ছবি

২০২৩ সালে মিয়ানমার বা বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করার সময় কমপক্ষে ৫৬৯ জন রোহিঙ্গা মারা গেছে বা নিখোঁজ হয়েছে। ২০১৪ সালের পর এটি সর্বোচ্চ সংখ্যা। জাতিসংঘের শরণার্থী সংস্থা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি, জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীকে রক্ষা করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, আন্দামান সাগর বা বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় প্রায় চার হাজার ৫০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নিখোঁজ বা মৃতের সংখ্যা ২০১৪ সালের পর থেকে সর্বোচ্চ। ওই বছর এই সংখ্যা ছিল ৭৩০।’

ইউএনএইচসিআরের বিবৃতিতে বলা হয়েছে, বেঁচে থাকা ব্যক্তিরা লিঙ্গভিত্তিক সহিংসতাসহ ভ্রমণের সময় নিপীড়ন ও শোষণের ভয়ঙ্কর বিবরণ দিয়েছেন।

এতে বলা হয়েছে, ‘যারা এই যাত্রার চেষ্টা করেছিল তাদের বেশিরভাগই ছিল শিশু ও নারী-প্রায় ৬৬ শতাংশ যারা এই ভয়ঙ্কর যাত্রা শুরু করেছিল। শরণার্থীরা বাংলাদেশ থেকে এবং কিছুটা কম পরিমাণে মিয়ানমার থেকে চলে যাচ্ছে।

পাঠকের মতামত

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...

যে কারনে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা ...

ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার

ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক ...