প্রকাশিত: ১০/০৪/২০১৭ ৭:৪৮ এএম

(এস,এস,‌সি ব্যাচ ২০০৭)
গত ৮/ই এ‌প্রিল অনুষ্ঠিত হ‌য়ে‌ছে উ‌খিয়া সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ের গৌর‌বের ৬০ বছর পূ‌র্তি উদযাপন ২০১৭ ,উক্ত উদযাপন অনুষ্ঠা‌নে বি‌ভিন্ন প্র‌তিষ্ঠা‌নের ব্য‌ক্তিবর্গ সংব‌র্ধিত হ‌লে ও সংব‌র্ধিত হয়‌নি উ‌খিয়া সরকারি উচ্চ বিদ্যাল‌য়ের শিক্ষক বৃন্দ,এরই ম‌ধ্যে ভিন্ন এক সংবর্ধনার অা‌য়োজন ক‌রে থা‌কে উ‌খিয়া সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ের এস,এস,‌সি ব্যাচ ২০০৭,প্র‌ত্যেক শিক্ষক _শি‌ক্ষিকা বৃন্দ‌দের হা‌তে এক‌টি ক‌রে সম্মাননা স্বারক ক্রেষ্ট ও ফুলের তোড়া তুলে দিয়ে শিক্ষকদের কাছ থেকে অানন্দ অশ্রু‌ বের ক‌রে এস,এস,স‌ি ব্যাচ ২০০৭ এর ছাত্র ছাত্রীরা এ সময় উ‌খিয়া উচ্চ বিদ্যালয়ের সা‌বেক প্রাধান শিক্ষক জনাব অাব্দুল হক চৌধুরী ব‌লেন,এস,এস,স‌ি ব্যাচ ২০০৭ এর সংবর্ধনা অামা‌দের‌কে স‌ত্যি স্মরনীয় ও সিক্ত ক‌রেছ‌ে ,‌ শিক্ষক জনাব তপন কুমার শর্মা , শিক্ষক হা‌বিবুর রহমান ও শি‌ক্ষিকা জনাবা মৌসুমী প্রবা বড়ুয়া ব‌লেন এস এস সি ব্যাচ ২০০৭ আমা‌দের সম্মান রক্ষা ক‌রে‌ছে , আমরা এস এস সি ব্যাচ ২০০৭ এর সকল ছাত্র ছাত্রীদের সুন্দর ভ‌বিষ্যৎ কামনা কর‌ছি এবংএই সুন্দর আ‌য়্জে‌নের জন্য এস এস সি ব্যাচ ২০০৭ এর ব্যাচ সমন্বয়কারী ইউনুচ সরওয়ার , প্র‌তি‌নি‌ধি সাজ্জাদুল ইসলাম ও প্র‌তি‌নি‌ধি মাহামুদুল হক মাহমুদ কে অসংখ্য শু‌ভেচ্ছা ও ধন্যবাদ জানান !

### বি‌শেষ ক‌রে
সম্মাননা স্মারক ক্রেষ্ট এর স্পন্সর এস এস সি ব্যাচ ২০০৭ এর ছাত্র ফ্রান্স প্রবাসী আবদুল্লাহ আল মামুন সজীব এর প্রবাস জীবন সফল ও সার্থক হওয়ার জন্য দোয়া কামনা ক‌রেন !!!

পাঠকের মতামত

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...