অবিভাবকহীন বাহারছড়ার এলজিইডি সড়ক – জনদূর্ভোগ চরমে
টেকনাফ বাহারছড়া ইউনিয়নের এলজিইডি সড়ক প্রায় অবিভাবকহীন হয়ে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। বাহারছড়া বড় ডেইল ...
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সময়ে কক্সবাজারের উখিয়ার টিএন্ডটি এলাকায় ইউএনএইচসিআর ও ব্র্যাকের আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারের (আইটিসি) নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।
বৃহস্পতিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে বলা হয়, এখানে ১৫০-এরও বেশি মানুষের চিকিৎসা দেয়া সম্ভব হবে। সেবা পাবে শরণার্থী ও স্থানীয় জনগণ উভয়ই। দ্বিতীয় আরেকটি আইটিসি’র কাজও প্রায় শেষের দিকে; কুতুপালং-এর সেই সেন্টারে ৫০ জনেরও বেশি মানুষের চিকিৎসা দেয়া সম্ভব হবে।
জানানো হয়, ইউএনএইচসিআর ও মানবিক সংস্থাগুলো উদয়াস্ত কাজ করে যাচ্ছে যেন যত বেশি সম্ভব আইটিসি ও কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা যায়। পুরো কক্সবাজার জেলার জন্য মোট ১,৯০০ শয্যার পরিকল্পনা করা হচ্ছে। সুত্র: চ্যানেল আই
পাঠকের মতামত