বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২/০১/২০২৬ ১২:১০ পিএম

উখিয়া উপজেলার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, ফরিদুল আলম ভুট্টু প্রকাশ ‘ডাকাত ভুট্টো’ দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মারধর, হুমকি, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। মধ্যম নিদানিয়ার মৃত সিরাজ মিয়ার পুত্র ভুট্টো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় ১৭ বছর ধরে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে জোরজবরদস্তির মাধ্যমে বহু মানুষের জমিজমা দখল করে নেয় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তার হাত ধরেই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি নিয়ন্ত্রিত হতো এবং জমি দখলের কৌশলের কারণেই সে এলাকায় ‘ডাকাত ভুট্টো’ নামেই পরিচিতি পায়। উখিয়া থানার রেকর্ড অনুযায়ী তার বিরুদ্ধে ডাকাতিসহ ১০টিরও বেশি মামলা রয়েছে, তবে এত মামলার পরও দীর্ঘদিন ধরে সে ধরাছোঁয়ার বাইরে থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী ছালামত উল্লাহ (৪৭) উখিয়া থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করলেও সম্প্রতি দেশে আসার পর তার মালিকানাধীন জমিতে শিশুদের বনভোজন আয়োজনকে কেন্দ্র করে গত ৩১ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে ভুট্টো ও তার সহযোগীরা ধারালো দা ও লাঠি নিয়ে সংঘবদ্ধভাবে অনধিকার প্রবেশ করে সাউন্ডবক্স ও প্যান্ডেল ভাঙচুরসহ খাবার নষ্ট করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং শিশুদের মারধর করে আহত করে। একই ঘটনার জের ধরে চলতি বছরের ২ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে নিদানিয়া চারমোড় এলাকায় ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে ছালামত উল্লাহর স্বজন সাইফুল ইসলামকে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ীভাবে মারধর করা হয়, এতে নারী-শিশুসহ অন্তত সাতজন আহত হন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এলাকাবাসীর দাবি, ভুট্টুর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হতো, ফলে দীর্ঘদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই তার উত্থান ঘটে এবং ওই সময় আওয়ামী লীগ নেতাদের শেল্টারে থেকেই সে এসব অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে যায়।

এলাকাবাসীর ভাষায়, একসময় পুরো নিদানিয়া এলাকায় আতঙ্কের আরেক নাম হয়ে ওঠে ভুট্টো, তার বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়ে সাধারণ মানুষ। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবারের মতো মানুষ সাহস করে তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে এবং দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পাঠকের মতামত

জামায়াত নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে জামাল উদ্দিন নামে জামায়াতের এক নেতাকে নিহত হয়েছেন। একই ঘটনায় ...

বিরোধী নেতাকে ‘রোহিঙ্গা’ প্রার্থী বলে ইঙ্গিত করলেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (৮ ...

বিয়ের দুদিন আগেই বরের দাফন

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই ...

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...