ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...
কক্সবাজার উখিয়ায় পাহাড় কাটার সময় মুসলিম উদ্দিন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উখিয়া জালিয়া পালং ২নং ওয়ার্ড কাশিম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুসলিম উদ্দিন উখিয়া পাইন্যাশিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।
জানা গেছে, হেলাল কোম্পানির হয়ে মাটি কাটছিল শ্রমিকরা। এ সময় তাদের ওপর পাহাড় ধসের মাটি এসে পড়লে চাপা পড়েন মুসলিম উদ্দিন। পরে স্থানীয়রা তাকে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
পাঠকের মতামত