উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১/১১/২০২৩ ৯:৩৬ এএম

উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কাটা প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বনবিভাগ।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন ইনানী রেঞ্জের রাজাপালং বিট কর্মকর্তা মনিছুর রহমানের উপস্থিতিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে স্থাপন করা হয় হাইটবার।

বিট কর্মকর্তা জানিয়েছেন,”উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইনানী রেঞ্জের রাজাপালং বিটের হরিণমারা এলাকায় হাইটবার স্থাপন করা হয়। এটি স্থাপনের ফলে ঐ এলাকায় ডাম্পার চলাচল করতে পারবেনা। বারের উচ্চতা এমনভাবে করা হয়েছে যাতে মাটি ও বালি পাচারকারীরা ডাম্পার গাড়ি নিয়ে সহজে পাচার করতে না পারে।”

এদিকে, শীত মৌসুমে মাটি পাচার রোধে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।

পাঠকের মতামত

এমএসএফের প্রতিবেদন৮৪% রোহিঙ্গার আশঙ্কা—মিয়ানমারে ফেরা নিরাপদ নয়

ডক্টরস উইদাউট বর্ডারস/মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ারস (এমএসএফ)-এর নতুন একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, মিয়ানমারে চরম সহিংসতার ...