হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০২/০৮/২০২৫ ৭:৩২ পিএম , আপডেট: ০২/০৮/২০২৫ ৭:৫৬ পিএম

দীর্ঘ ১৭ বছর পর উখিয়ায় জামায়াতে ইসলামী বিশাল গণমিছিল ও মিছিল-উত্তর সমাবেশ করেছে। শনিবার (২ আগস্ট) বিকেলে ৫টায় উখিয়া স্টেশন থেকে শুরু হওয়া এই গণমিছিল হেঁটে ৫ কিলোমিটার উত্তরে কোটবাজার স্টেশনে এসে সমাপ্ত হয়। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের আমির ও উখিয়া-টেকনাফ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুর আহমদ আনোয়ারি। তিনি বলেন, “আমরা কারো চোখ রাঙানিকে ভয় করি না। বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না। আগামীর পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট।”

তিনি আরও দাবি করেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়নিষ্ঠ শাসন ব্যবস্থার জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। তিনি জনগণকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম বলেন, “জামায়াতের ওপর দমন-পীড়ন চালিয়েও আমাদের দাবিকে দমিয়ে রাখা যায়নি। উখিয়ার গণমিছিল প্রমাণ করেছে জনগণ এখন পরিবর্তনের পক্ষে।”
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সোলতান আহমেদ, উখিয়া উপজেলা শিবির সভাপতি, সাবেক শিবির নেতা ও শ্রমিক সংগঠক মোহাম্মদ শাহজাহান। বক্তারা বলেন, ইসলামভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতের বিকল্প নেই। জানা গেছে, দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মিছিল ও সমাবেশে অংশ নিতে উখিয়ার প্রত্যন্ত এলাকা থেকে নেতা-কর্মীরা দলে দলে যোগ দেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে মিছিলকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...